
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শীতকালীন ছুটি শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি এবং বড়দিন উপলক্ষে সব ক্লাস বন্ধ থাকবে। এরপর ৩০ ও ৩১ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ ২৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ যথারীতি শুরু হবে।