জমি-জমা বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট খুন

হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুই নং আমগাঁও ইউনিয়ন ভেটনা গ্রামের মোঃ সাজ্জাদ আলীর ছেলে নাসির উদ্দিন (৫০) বড় ভাইয়ের লাঠির আঘাতে  মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(৬ -২-২০২২)  ইং তারিখে আনুমানিক সকাল সাড়ে ৮টার সময়।

২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পাভেল তালুকদার ঘটনার বিষয়ে জিজ্ঞেস করা হলে,নাসির উদ্দিন এর মৃত্যুর ঘটনার  সত্যতা স্বীকার করেন ।পারিবারিক ও স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  সকাল সাড়ে ৮টার সময়  বাস্তভিটার জমি জমা নিয়ে  দুই ভাইয়ের মধ্যে বিতর্ক  শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই আফসার আলী উত্তেজিত হয়ে পরে, তার হাতে থাকা বাশেঁর লাঠি দিয়ে ছোট ভাই কে বেধড়ক মারপিট শুরু করে এবং  মাথায় আঘাত করলে তৎক্ষনাৎ  মাটিতে পড়ে যায়।

পরিবারের অন্যান্য সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।  প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় । নাসির উদ্দিনের অবস্থা আশংকা জনক দেখে  হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে নাসির উদ্দিনের মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নাসির উদ্দিনের মৃত্যুর ঘটনার বিষয় জিজ্ঞেস করা হলে, তিনি জানান  নাসির উদ্দীন এর লাশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে এবং নিহত ছেলে বাদী হয়ে মামলা রুজুর প্রক্রিয়া চলছে । মামলা রুজু হলে আসামি গুলো কে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হবে ।