জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার হাতে চাচা খুন

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে মাহফুজুর রহমান ইরেন (৬৫) নামে তার চাচা খুন হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান ইরেনএকই গ্রামের মৃত মেহের বক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মাহমুদুর হাসান ওয়াহিদের ছেলে মামুনের (৩৫) সঙ্গে আপন চাচা মাহফুজুর রহমান ইরেনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে চাচা মাহফুজুর রহমান ইরেনের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।