জমি নিয়ে দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ

সচিবালয় প্রতিবেদক : বৃহত্তর ঢাকার বাড্ডা, জোয়ার সাহারাসহ অন্যান্য মৌজায় জমি নিয়ে দীর্ঘদিনের জনভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

তিনি বলেন, দীর্ঘ ৫৬ বছরে বৃহত্তর অধিগ্রহণকৃত ঢাকার জোয়ার সাহারা, বাড্ডাসহ অন্যান্য মৌজার জমির সমস্যা এখনো নিরসন হয়নি। এসব জমি নিয়ে জনভোগান্তিরও শেষ নেই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনভোগান্তি নয়, জনসেবায় বিশ্বাসী। তাই সাত কর্মদিবসের মধ্যে এসব জমির সমস্যা সমাধান করে জনভোগান্তি নিরসন করতে হবে।

বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় সভাপতির বক্তব্যে কর্মকর্তাদের এ নির্দেশনা দেন ভূমিমন্ত্রী। বৃহত্তর ঢাকার বাড্ডা, জোয়ার সাহারা, ভাটারা, ভোলা ও সুতি ভোলা মৌজার হুকুমদখলকৃত জমি হতে ১৩৮৫.২৫ একর জমি প্রত্যর্পণ সংক্রান্ত মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা জেলার এলএ কেস নং-১৩৮/৬১-৬২, ৯১/৫৭-৫৮ ও ২৩/৬৬-৬৭ এর সম্পত্তি অবমুক্তি বিষয়ে এ সভা হয়।

ভূমিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে মানুষের ভোগান্তি বাড়ছে। জনস্বার্থে জটিলতার নিরসন অতি দ্রুত করা উচিত।

সাত কর্মদিবসের মধ্যে অধিগৃহীত জায়গার গেজেট নোটিফিকেশন জারিরও নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

শামসুর রহমান শরীফ বলেন, এসব জমিজমা নিয়ে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। আইন ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে হবে। সিন্ডিকেট তৈরি করে টাকা-পয়সা লেনদেনের মাধ্যমে যেন কেউ অনৈতিক সুযোগ নিতে না পারে। সরকার চায় এ দেশের মানুষ যেন অসহায় না হয়। এমন কিছু যাতে না করা হয় যার সুযোগে প্রকৃত মালিকরা বঞ্চিত হন এবং অন্য স্বার্থান্বেষী মহল অবৈধ কিছু করার সুযোগ পায়।

সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।