জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হামলায় আহত স্কুল শিক্ষক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষক ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠে‌ছে। গত ২১ এপ্রিল দুপুরে পৌর শহরের নারিকেল বাড়ী বকুলতলা রায়ের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। ভুক্ত‌ভোগী ওই শিক্ষ‌কের ন‌াম রবিউল আলম। তি‌নি নারিকেল বাড়ী পন্ডিত মহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় তি‌নি‌ থান‌ায় লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন প্রতিবেশী মিজানুর রহমান, তার মা নুরবানু বেগম, পিতা ফজলুল করিম ও স্ত্রী নাছিমা বেগম ওই শিক্ষক ও তার স্ত্রীকে মারধর ক‌রে। এ সময় তার বা‌ড়ীতে হামলা ও ভাঙচুর চালা‌নো হয়। প‌রে স্থানীয়রা আহত শিক্ষক‌ ও তার স্ত্রী শিরিনা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করান।
এ বিষ‌য়ে অ‌ভিযুক্ত মিজানুর রহমান জানান, জ‌মি নি‌য়ে বি‌রোধের কার‌ণে উভয় প‌ক্ষের ম‌ধ্যে বাক‌বিতণ্ডা ও সামান‌্য হাতা‌হাতির ঘটনা ঘ‌টে‌ছে। এর বে‌শি কিছু না। উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি দুই পক্ষের মাঝে সমাধান করার চেষ্টা করা হবে।