জমি শেয়ারে বিক্রি নামে প্রতারণা, সরকার হারাচ্ছে রাজস্ব

সংবাদদাতা: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর ফায়দাবাদ ট্রান্স মিটার এলাকায় লটারির মাধ্যমে জমি বিক্রি করে থাকেন “একদল চক্র”। “একাধিক চক্রের” প্রথম দাপ হচ্ছে জমি ক্রয় করা তার পর জমি বিক্রির করার কাজ শুরু করে দেন। চক্রের শেয়ার বিক্রেতা বলেন, ১৪ কাঠায় ৭২টি ফ্ল্যাট হবে প্রতি শেয়ার ১৬ লাখ টাকা দামে বিক্রি হবে শুধু জমির দাম। আমরা যদি ফ্ল্যাট করে দেই তাহলে প্রতি ফ্ল্যাট করতে যেই টাকা খরচ হবে সেই টাকা আমাদের পরিশোধ করতে হবে। ৭২টি ফ্ল্যাট এর এক অংশ জমির মূল্য ১৬ লাখ টাকা হলে ১৪ কাঠা জমির দাম হয় ১১ কোটি ৭২ লাখ টাকা প্রতি কাঠার দাম হয় ৮২ লাখ ২৫ হাজার টাকার উপরে। প্রশ্ন হলো ফায়দাবাদ এলাকায় কোথায়ও ৮০/৮২ লাখ টাকা দামের জমি নেই। সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। কেউ ভাবতেও পারবেনা যে তিনি সাধারণ জনগণ কে বাড়ির বা ফ্ল্যাট এর মালিক হওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। আর এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হারাচ্ছে লাখ লাখ টাকা রাজস্ব। সাড়ে ৭ কাঠার জমির মধ্যে ৩৬টি শেয়ার বিক্রি হলে প্রতি শেয়ার যদি ১৫ লক্ষ টাকা হয় ৩৬টি শেয়ারের দাম আনুমানিক ৫ কোটি ৪০ লক্ষ টাকা দাঁড়ায়, তাহলে প্রতি কাঠার দাম পড়ে ৭৭ লক্ষ টাকার উপরে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় অত্র এলাকায় ৪০ লক্ষ টাকার উপরে জমির কাঠা নেই। তাহলে কি? মধ্যবিত্ত পরিবারের সাথে প্রতারণা করে জমি বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এমনটাই জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আসছে ভিডিও প্রতিবেদন চোখ রাখুন ক্রাইম পেট্রোল বিডি’তে।