নিজস্ব প্রতিবেদক, যশোর : খুলনা বিভাগের সবচেয়ে বড় এবং দেশের দ্বিতীয় বৃহত্তম যশোরের রাজারহাট চামড়ার বাজারের ঈদ পরবর্তী হাট জমেনি।
নগদ টাকার অভাব, ট্যানারি মালিকদের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে নেওয়া, ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় না হওয়া, লবণের মূল্য বৃদ্ধি এবং কয়েকটি অঞ্চলে বন্যা হওয়ায় চামড়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীদের ধারণা। এ অবস্থায় ছোট ব্যবসাযীরা লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন।
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার বসে যশোরের রাজারহাটে। ঈদের পরে এ বাজারের দিকে নজর থাকে দেশের শীর্ষস্থানীয় চামড়া ব্যবসায়ীদের। ঈদ পরবর্তী কয়েক হাটে বিপুল টাকার চামড়া বিক্রি হয়। তবে এবার ব্যতিক্রম ঘটেছে। মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম হাট একেবারে জমেনি। যে পরিমাণ চামড়া হাটে ওঠে, তার ন্যায্য মূল্যও পাননি ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা জানান, যে দামে তারা গ্রামে ঘুরে চামড়া কিনেছেন, সেই দামেও তা বিক্রি করতে পারেননি।
ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, তারা ধার-দেনা করে টাকা সংগ্রহ করে চামড়া কিনেছিলেন। ঈদের সময় বাজার চড়া থাকায় তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনতে বাধ্য হয়েছেন। কিন্তু কেনা দামেও চামড়া বিক্রি করতে পারছেন না।
আড়ৎদাররা জানান, এবার যশোরের চামড়া বাজারে ধস নেমেছে। নগদ অর্থের অভাব, লবণের মূল্য বৃদ্ধি, বেশি দামে চামড়া কেনা, এক ট্যানারি মালিক ঈদের রাতেই বিপুল পরিমাণ চামড়া হাতিয়ে নেওয়াসহ নানা কারণে এবার জমেনি রাজারহাট চামড়া বাজার।