
মালয়েশিয়ায় স্বদেশিকে হত্যা অভিযোগে জয়নাল আবেদিন নামে এক বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) স্থানীয় গণমাধ্যমসহ সামাজিকমাধ্যমে জয়নালের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চল্লিশ বছর বয়সী জয়নালের পাসপোর্ট নম্বর বিটি০৬৬৩১৯৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত (৮ মে) দপুর ২টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বন্দর বারু ক্লাং এলাকায় একটি পুরাতন গাড়ি বিক্রির দোকানে দুই বাংলাদেশির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জয়নাল গুলি করলে সেখানেই ওই বাংলাদেশি নিহত হন। এ সময় জয়নালের বাঁ হাতে আঘাত লাগলে তিনি নিকটবর্তী ক্লিনিকে চিকিৎসা নিয়ে সেখান থেকে পালিয়ে যান। উল্লিখিত ব্যক্তির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০৩-৩২৯১২২২, ০১২-৪০৭১৪৫২ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানাতে অনুরোধ করা হয়েছে। অথবা নিকটবর্তী যে কোনো থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ জানায়, দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে। এতে জয়নালের তথ্য সরবরাহ করতে জনসাধারণের সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ।