জরিমানা তামিম, ইমরুলকে

ক্রীড়া ডেস্ক : কলম্বো টেস্টের শুরুটা দুর্দান্ত হলেও গতকাল শেষ বেলার ব্যাটিং হতাশ করেছে বাংলাদেশি সমর্থকদের। সেই হতাশার সঙ্গে এবার টাইগার ব্যাটসম্যানদের গুনতে হচ্ছে জরিমানাও।

কলম্বো টেস্টে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে। আইসিসির আচরণ ভঙ্গের কারণে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

তামিম ও ইমরুল একই অপরাধে অভিযুক্ত। লঙ্কান বোলারদের এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারকে ব্যাট দেখিয়ে বল ব্যাটে লাগার ইঙ্গিত দিয়েছিলেন তারা। ক্রিকেটে এমন আচরণ নিয়ম বর্হিভূত। আইসিসির আচরণ বিধির ২.১.১ বিধি অনুয়ায়ী এটি চেতনা পরিপন্থি কাজ।

দ্বিতীয় দিনের খেলা শেষে গতকাল ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন অনফিল্ড আম্পায়াররা। তবে রেফারির সে অভিযোগ মেনে নিয়েছেন তামিম ও ইমরুল। অভিযোগ মেনে নেওয়ায় কোনো শুনানির দরকার হয়নি। ১৫শতাংশ ম্যাচ ফির সঙ্গে এক ডিমেরিট পয়েন্ট জরিমানা করা হয়েছে তামিম ও ইমরুলকে।