সিলেট, বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ: এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক গোলাপগঞ্জ উপজেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্রধারীদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনাবলী:
অস্ত্র জমা দান: সকল বৈধ লাইসেন্সধারী ব্যক্তিকে তাদের নামে ইস্যুকৃত অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩১/০১/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে গোলাপগঞ্জ মডেল থানা অথবা নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ভিন্ন থানায় জমা দান: যদি কোনো লাইসেন্সধারী ব্যক্তি গোলাপগঞ্জ থানার পরিবর্তে অন্য কোনো নিকটস্থ থানায় অস্ত্র জমা দেন, তবে তার জমার কপির একটি ছবি বা স্ক্যান কপি গোলাপগঞ্জ থানার অস্ত্র ও গোলাবারুদ রক্ষণাবেক্ষণকারী অফিসার ইন্সপেক্টর অনুপম দেবনাথ-এর ব্যক্তিগত WhatsApp (হোয়াটসঅ্যাপ) নম্বর: ০১৭১৭-৫০৮২০৪-এ প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সকল লাইসেন্সধারী ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
অনুরোধক্রমে, কর্তৃপক্ষ, গোলাপগঞ্জ মডেল থানা।


