নিজস্ব প্রতিবেদকঃ করোনা মোকাবেলায় দেশের রাজনৈতিক ও সামাজিক সব শক্তিকে নিয়ে জরুরি পরামর্শ সভা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ)।
সোমবার (১৩ এপ্রিল) জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, বৈশ্বিক মহামারী করোনা বাংলাদেশের জন্যও জাতীয় দুর্যোগের ঝুঁকি তৈরি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী-জনপ্রশাসন-পুলিশ-সশস্ত্র বাহিনী-জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন।
জাসদ নেতারা বলেন, যে কোনো মহামারি বা জাতীয় দুর্যোগে সরকার ও প্রশাসনই সামনে থেকে মাঠে কাজ ও সামগ্রিক সমন্বয় সাধন করে। এটাই মহামারি বা জাতীয় দুর্যোগ মোকাবেলা সার্বজনীন পথ। মহামারি বা দুর্যোগ মোকাবেলায় জনগনকে ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকতে হয়। মহামারি বা দুর্যোগকালে রাজনৈতিক দলগুলিকেও দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করে সরকারের পাশে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলি সরকার ও প্রশাসনকে সহযোগিতা করলে মহামারি বা দুর্যোগ মোকাবেলা অনেক সহজ হয়।
এ বিবেচনা থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার করোনা দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য জোরদার করে ও জাতীয় ঐকমত্য গড়ে তুলতে অবিলম্বে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসক, বিশিষ্ট অর্থনীতিবীদ, প্রশাসন পরিচালনা অভিজ্ঞ ব্যক্তি, সম্পাদক পরিষদসহ শীর্ষ সাংবাদিকদের পরামর্শ নিতে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরামর্শ গ্রহণ করার জন্য জাতীয় পরামর্শসভা ডাকতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়।


