জর্ডানে পুলিশ টহল দলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৫জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে একটি পুলিশ টহল দলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো নয়জন। রোববার দেশটির পর্যটন শহর কারাকে এ ঘটনা ঘটেছে।

কারাক শহরটিতে ক্রুসেডের সময়ে নির্মিত সবচেয়ে বড় দূর্গটি রয়েছে। এ কারণে এখানে প্রচুর পর্যটক ভীড় করে থাকে। রোববার ওই দুর্গ এলাকায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নিহত হয় পাঁচজন। এদের মধ্যে চারজনই পুলিশ সদস্য। অপরজন কানাডীয় নাগরিক বলে জানা গেছে। এছাড়া আহত নয়জনের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে।

হামলাকারীরা হামলার পরপর দূর্গের ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদেরকে ধরতে দূর্গের ভেতরে অভিযানে নেমেছে পুলিশ।

প্রসঙ্গত, সিরিয়া ও ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সদস্য জর্ডান। দেশটির নাগরিকরা অবশ্য সরকারের এ অবস্থানের পক্ষে নয়। তাদের ধারণা এর ফলে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।