জলঢাকার ইউএনও রাশেদুল হক প্রধানকে কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে সংবর্ধনা।

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃঃ– নীলফামারীর জলঢাকায় শারদীয় দুর্গাৎসবের মহা অষ্টমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে সংবর্ধনা দেয়া হয়েছে। জলঢাকা  কেন্দ্রীয় শস্মানের রাস্তা ও কেন্দ্রীয় মন্দিরের জমি উদ্ধারে গুরুত্বপুর্ন ভুমিকা রাখায় কেন্দ্রীয় মন্দির কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার বিকেলে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে মন্দিরের সিনিয়র সদস্য বাবু হরেক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপষ্হিত ছিলেন, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মন্দিরের সহ সভাপতি জ্যোতিষ সরকার, খুটামারা ইউপির চেয়ারম্যান আবু সাঈদ শামীম, মিরগন্জের চেয়ারম্যান হুকুম আলী খান, মন্দিরের সিনিয়র সদস্য দ্বীজেন্দ্রনাথ সরকার, ক্ষিতিষ সরকার, নরেন্দ্রনাথ কর্মকার, প্রভাষক হেরম্ব কুমার রায়, প্রভাষক গনেষ চন্দ্র রায়  ও পুরোহিত ভগিরথ চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রভাষক অবিনাশ রায় ও সহযোগীতায় শীপেন চন্দ্র সেন। পরে দুস্হ্যদের মাঝে বস্ত্র বিতরন করেন অতিথিবৃন্দ।