মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ– বাংলদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের পরিচালক ও উপ-সচিব চৌধুরী মোঃ হামিদ আল মাহমুদ মঙ্গলবার জলঢাকা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উন্নয়ন মেলা পরিদর্শন করেছেন। এসময় তিনি জলঢাকা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী এ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী , উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল হক প্রধান, মহিলা ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ, প্রকৌশলী হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা মাহাফুজুল হক, শিক্ষা কর্মকর্তা শাহাজাহান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমুখ। পরে ইউএনও”র কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও মেলার আয়োজক কমিটির এক আলোচনা সভায় সন্তুষ্ট প্রকাশ করে সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।