
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বুধবার বিকেলে আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা ক্রিকেট এসোশিয়েশন আয়োজিত স্থানীয় স্টেডিয়াম মাঠের চুড়ান্ত খেলায় জলঢাকা পিডিবি একাদশ শৌলমারী ইউনিয়ন একাদশকে ২৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ীদলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ রাশেদুল হক প্রধান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা আবাসিক প্রকৌশলী ইঞ্জিনয়ার মাজেদুল ইসলাম, শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ রায় পলাশ, জাসদ সভাপতি গোলাম পাশা এলিচ, শিক্ষক মর্তুজা ইসলাম, যুবলীগ নেতা লাভলুর রশীদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নলনী বিস্বাস জয়, সাধারন সম্পাদক শফিকুল গনী স্বপন, ব্যবসায়ী- রিয়াদ, জলঢাকা ক্রিকেট এসোশিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি আহনাফ মুক্তার বাপ্পি ও সহ সভাপতি আখতারুজ্জামান আখতার প্রমুখ।খেলাটি পরিচালনা করেন জলঢাকা আম্পায়ার এসোশিয়েশনের সভাপতি সায়েদ আহমেদ তাকে সহযোগিতা করেন শিমুল। টুর্নামেন্টে উপজেলার ১৬ দল অংশগ্রহণ করে। খেলা শেষে সাবিনা ইয়াসমিন খ্যাত জলঢাকার শিল্পী লিপির সংগীত পরিবেশন উপস্থিত সকল কে মুগ্ধ করে।