জলঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জলঢাকা ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ। এ উপলক্ষে শনিবার দুপুরে কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক’র নেতৃত্বে কলেজ প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ হোসেন, অধ্যাপক ময়নুল ইসলাম, অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যাপক আমিনুর রহমান ,অধ্যাপক জুয়েল, অধ্যাপক হামিদুর রহমান, প্রভাষক সোহেলুজ্জামান সোহেল, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক জুলফিকার আলী ভুট্টু ও প্রভাষক মনিরুজ্জামান তুহিন প্রমুখ। আনন্দ শোভাযাত্রায় কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করে।