মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃনীলফামারীর জলঢাকা উপজেলায় মিজানুর রহমান (৪২) নামের এক সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।আজ বুধবার ভোরে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা মাঝাপাড়া গ্রামে তার নিজ বাড়ি হতেই তাকে গ্রেফতার করা হয়। তিনি উক্ত গ্রামের মৃত নাসির উদ্দিনের পুত্র।
নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা জানান,গ্রেফতারকৃত জঙ্গী, নাশকতা মামলার পলাতক আসামী। তিনি দীর্ঘদিন ধরে আত্নগোপনে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে বিকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।