জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু, আহত আরো ২

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর জলঢাকা ডালিয়া রোড মহন্থের ডাঙ্গা শিমুল তলা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মর্মান্তি মৃত্যু হয়েছ ।একই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো ২ জন। নিহত যুবকের নাম শ্যামল চন্দ্র রায় (৩২), সে পৌরসভার চেরেঙ্গা এলাকার নরেশ চন্দ্র রায়ের ছেলে। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, একটি মটরসাইকেলে চরে ৩ জন জলঢাকা ঢোকার সময় দুর্ঘটনা কবলিত এলাকায় একই দিকে যাওয়া একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড – ১৪২০১১) কে অভারট্রেকিং করার সময় মটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। এ ঘটনার সংবাদ পেয়ে জলঢাকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ট্রাকসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুরুত্বর আহত ২জনকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জন হলেন, উপজেলার পূর্ববালাগ্রা মহন্থের এলাকার রাজ মোহন রায়ের ছেলে পরিমল চন্দ্র রায় ও খিতিষ চন্দ্র রায়ের ছেলে বিপুল চন্দ্র রায়।