মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ– নীলফামারীর জলঢাকায় শুক্রবার বিকেলে শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপুজা ও দুর্গাউৎসব উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও ধর্মালোচনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণে বাবু সুরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপষ্হিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি। এর আগে অধ্যাপক গোলাম মোস্তফা এমপি অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঙ্গলদ্বীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোউৎসবের শুভ সুচনা করেন। অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপষ্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ — সভাপতি ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবু দীপেন্দ্র নাথ সরকার, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারী, মন্দিরের সম্পাদক বাবু অনিল চন্দ্র রায়, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু গনেশ চন্দ্র রায় ও সম্পাদক হরিকান্ত রায় হরি প্রমুখ। এবারের দুর্গা ষষ্ঠীতে চারজন ব্যাক্তিকে গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন সাবেক কাষ্টম কর্মকর্তা বাবু অনিল কুমার রায়, বাবু দীপেন্দ্র নাথ সরকার, গোরাচাদ অধিকারী ও অবসর প্রাপ্ত শিক্ষক হরিপদ রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন অবিনাশ রায়, সহযোগীকায় তুলিপ চন্দ্র ও শীপেন সেন।