জলঢাকায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী  প্রতিনিধি ॥ নীলফামারীর জলঢাকায় পুকুরের পানিতে ডুবে বিপ্লব (৮) নামের এক  প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার বালাগ্রাম ইউনিয়নে ডবল ব্রীজ এলাকায়। জানা গেছে রোববার বিকেলে শিশুটি পুকুরে গোসল করতে গেলে সেখানে তলিয়ে যায়। সঙ্গীরা তাকে দীর্ঘক্ষণ দেখতে না পেরে চিৎকার শুরু করলে  এলাকাবাসি এসে অনেক খোজখুজি করে লাশটি উদ্ধার করতে না পাওয়া স্হানীয় ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ঐ পুকুর থেকে লাশটি উদ্ধার করে। মৃত বিপ্লব ডাবলব্রীজ কালিরডাঙ্গা সবুজপাড়া নানা আক্কুল চৌকিদারের বাড়ীতে থাকত। সে পার্শ্ববর্তী গোলমুন্ডা ইউনিয়নের স্যামপুর পাড়ার আব্দুর রশীদের ২য় সন্তান।