মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃ- নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে একটি পরিবারের পাঁচটি ঘর পুরে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আন্জুমান ও পারুল নামে দুই মহিলা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে জলঢাকা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।মর্মান্তিক ঘটনাটি ঘটে পৌর শহরের উত্তর কাজিরহাট আজগার আলী মাষ্টারপাড়া এলাকায়। এলাকাবাসী জানায়, সকাল থেকে মুষলধারে বৃষ্টির সাথে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। এসময় পার্শবর্তী আমিনুর রহমানের বাড়ীতে বজ্রপাত পড়লে তার ৫টি ঘর, ৬০ হাজার টাকা, ২০ মন ধান সহ সমস্ত মালামাল পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত আমিনুর রহমানের ছেলে অহেদুল ইসলাম জানান, এরকম বজ্রপাত আমি জীবনেও কখনো দেখি নাই। মুহুর্তেই আমরা নিস্ব হয়ে গেলাম। কি খাব কোথায় থাকব কোনকিছুই অবশিষ্ট্য রাখেনি এ বজ্রপাত।