জলঢাকায় বিনামূল্যে আশা’র ৩দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী  প্রতিনিধি ॥ নীলফামারীর জলঢাকা উপজেলা পল্লীর দরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা  প্রদানের লক্ষ্যে বেসরকারী সংস্থা আশা”র ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে সোমবার উপজেলার রাজার হাট এলাকায় আশা ব্রাে  আয়োজিত ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধনী এক আলোচনা সভায় বক্তব্য রাখেন-  আশা জেলা ব্যবস্থাপক মতিউর রহমান, আ লিক ব্যবস্থাপক শংকর কুমার বসাক, আশার সাপোর্ট ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, বড়ভিটা আ লিক ব্যবস্থাপক আলাউদ্দিন,  রাজার হাট ব্র্যা  ম্যানেজার মামুনুর রশিদ, বড়ভিটা শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। থেরাপী ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ফিজিওথেরাপিষ্ট ডাঃ নিলুফার ইয়াসমিন । জেলা ব্যবস্থাপক বলেন, আশা ঋন কার্যক্রমের পাশপাশি গ্রামের অসহায় মানুষদের স্বাস্থ্য সচেতনতা ও সহায়তা করে যাচ্ছে। এর আগে ওই ব্রাে র আওতায় খুটামারা ইউনিয়নের কল্লা বেচা টাড়িতে শিমুল ভূমিহীন মহিলা সমিতির নারীদের নিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র ঔষধ সেবনের কুফল বিষয়ে মাসিক স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।