
মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর ডিমলা ও জলঢাকায় শুক্রবার যথাযোগ্য মর্যাদায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।জলঢাকায় এ উপলক্ষে উপজেলা যুবলীগের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসুচির উদ্বোধন করেন স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক দেলোওয়ার হোসেন, পৌর
আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, আঃলীগ নেতা ও খুটামারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শামীম, একে আজাদ, ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, রাবেয়া চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকা নন্দ মহন্ত, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান মাষ্টার, আলমগীর হোসেন, খায়রুজ্জামান সুইট, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও মিরগন্জ ইউপি চেয়ারম্যান হুকুম আলী খান, মকছুদার রহমান লেলিন, ও যুবলীগ নেতা সপিকুল ইসলাম পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা লাভলুর রশীদ প্রমুখ।অপরদিকে জেলার ডিমলা উপজেলা যুবলীগের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের যুবসমাবেশে মিলিত হন।উপজেলা যুবলীগের সভাপতি বাবু শৈলেন চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন-স্হানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা-আফতাব উদ্দিন সরকার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক-আনোয়ারুল হক সরকার মিন্টু।