মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃঃ- নীলফামারীর জলঢাকায় বাল্যবিবাহ কমিয়ে আনতে শিক্ষক, ঈমাম, ও নিকাহ রেজিস্টারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ল্যাম্ব, আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় প্লানের হলরুমে এ কর্মশালায় বক্তব্যে রাখেন, ল্যাম্বের ইউনিয়ন ফ্যাসিলেটর নির্মলা রানী রায়। এসময় উপষ্হিত ছিলেন মাঝাপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আজিজুল ইসলাম, নিকাহ রেজিস্টার আসাদুজ্জামান আসাদ, ঈমাম মাওলানা জয়নাল আবেদিন, শিক্ষক মর্তুজা ইসলাম, ল্যাম্বের অক্ষয় কুমার রায় ও নাজমা বেগম প্রমুখ।কর্মশালা পরিচালনা করেন ল্যাম্বের ইউনিয়ন ফ্যাসিলেটর মোস্তাফিজুর রহমান লেবু। কর্মশালায় কিভাবে বাল্যবিবাহ কমিয়ে আনা, শিশু ও নারী নির্যাতন বন্ধ, ঝরে পড়া রোধ করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে শিক্ষক, ঈমাম, নিকাহ রেজিস্টার ও সাংবাদিকসহ ৩২ জন প্রতিনিধি অংশগ্রহন করে।