
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মাধ্যমিক স্তরের ৬৭ বান্ডিল ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সরকারী বই বিক্রয়ের চেষ্ঠা করে ব্যর্থ হয়েছেন এক প্রধান শিক্ষক।উপজেলার রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের সেই চেষ্ঠা ব্যর্থ করে স্থানীয় জনগন বই গুলো আটক করে, দুইদিন পাহারা দিয়ে রাখার পর অবশেষে বৃহস্পতি বার (১১ই মে) দুপুরে উপজেলা বই সংরক্ষন সরকারী গোডাইনে উদ্ধার করে নিয়ে যান উপজেলা শিক্ষা কর্মকর্তা।
ঘটনার বিবরনে জানা গেছে,গত মঙ্গলবার (৯ই মে) দুপুরে বিদ্যালয় সংলগ্ন সাধুর বাজার এলাকায় খুটামারার এক পুরাতন বই ক্রেতা ওই বই ক্রয় করতে আসলে সরকারী বই বিক্রির বিষয়টি এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি করে। পরে, এলাকার সাধারণ জনগণ স্কুলের পাশে অবস্থিত রশিদপুর দারুল কোরআন হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার একটি কক্ষে ২০১৭ সালের মাধ্যমিক স্তরের বিপুল পরিমান নতুন বই দেখতে পান।
অভিযোগ উঠছে, উপজেলা রশিদপুর বালিকা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে।কেনোনা এই প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে অধিক চাহিদা দেখিয়ে প্রতি বছরে অতিরিক্ত সরকারি বই নিয়ে পরে তা গোপনে কালো বাজরে বিক্রি করে থাকেন। এছাডাও তার বিরুদ্ধে বিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রীস্মকালীন ছুটির কারণে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক বইগুলো এতিমখানা মাদ্রাসায় গোপনে সরিয়ে রাখেন এবং গতকাল বইগুলো বিক্রির চেষ্ঠা করলে স্থানীয় জনগন তা জানতে পেরে আটক করেন।
এবং ওই প্রধান শিক্ষক মাইদুল কেনো সরকারী বই অন্যত্রে সরিয়ে রেখে বিক্রি করার চেষ্ঠা করেছে সে বিষয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা- আশরাফ-উদ-জ্জামান সরকার বলেন, ৬৭ বান্ডিল বই জব্দ করে সেগুলো উপজেলার বই সংরক্ষনের জন্য মূল গোডাউনে রাখা হয়েছে।বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা- মুহাঃ রাশেদুল হক প্রধান বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বইগুলো তালিকা করে অফিসে নিয়ে আসবার জন্য বলা হয়েছে। তিনি তদন্ত করে রির্পোট দেবার পর সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।