জলঢাকায় সিএসও নেটওর্য়াক মিটিং অনুষ্ঠিত

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় সিএসও নেটওর্য়াকের ত্রিমাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে প্লান বাংলাদেশের সহযোগীতায় নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এ মিটিংয়ে উপস্হিত ছিলেন ল্যাম্বের টেকনিক্যাল অফিসার সালমা বেগম, শিক্ষক সেলিম, মর্তুজা, মজনু, সাংবাদিক আবেদ আলী সিএসও সদস্য গৌতম, লাভলু,  সৌরভ, মনি, আল আমিন, বিধান, শিরিন প্রমুখ।  মিরগন্জ ইউনিয়নে ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনে সাহসি ভুমিকা রাখায় পুর্নিমা রানীকে সিএসও নেটওর্য়াকের পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।