মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় সিএসও নেটওর্য়াকের ত্রিমাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের আয়োজনে প্লান বাংলাদেশের সহযোগীতায় নিজস্ব হলরুমে অনুষ্ঠিত এ মিটিংয়ে উপস্হিত ছিলেন ল্যাম্বের টেকনিক্যাল অফিসার সালমা বেগম, শিক্ষক সেলিম, মর্তুজা, মজনু, সাংবাদিক আবেদ আলী সিএসও সদস্য গৌতম, লাভলু, সৌরভ, মনি, আল আমিন, বিধান, শিরিন প্রমুখ। মিরগন্জ ইউনিয়নে ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশু নির্যাতনে সাহসি ভুমিকা রাখায় পুর্নিমা রানীকে সিএসও নেটওর্য়াকের পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।