
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের আগামী ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ১কোটি ৫৪ লক্ষ ৪০ হাজার টাকা রাজস্ব খাতে ও ৬১ লক্ষ ৮৭ হাজার ৫ শত ৩৫ টাকা উন্নয়ন খাত ধরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । বুধবার দুপুরে পরিষদ হলরুমে জন অংশগ্রহণ মূলক উম্মুক্ত এ বাজেট ঘোষণা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী। এসময় উপস্থিত ছিলেন, উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)”এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। উপজেলা পরিষদের আয়োজন এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভাইসচেয়ারম্যান ফয়সাল মুরাদ, মহিলা ভাইসচেয়ারম্যান রিভা আমজাদ পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, হাফিজুর রহমান, মর্তুজা ইসলাম ও আবেদ আলী প্রমুখ।