
ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫ঃ পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিযোজনকে যদি সফল করতে হয়, কার্যকর করতে হয় সেক্ষেত্রে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের নিজস্ব সক্ষমতা আরও বাড়াতে হবে। তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাস যত বেশি স্মার্ট করা যায় এখানেই আমাদের সরকারকে অনেকটা টাকা বিনিয়োগ করতে হবে করতে হবে। অর্থ, মেধা, শ্রম সবই বিনিয়োগ করতে হবে। যোগাযোগ বাড়াতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। কারণ আপনি যদি সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুতি রাখতে চান তাহলে এখানেই আমাদের প্রধান কাজ হতে পারে। এখানে আমাদেরকে অবশ্যই বিনিয়োগ করতে হবে। দুর্যোগ প্রস্তুতিটাকে আমাদেরকে সত্যিকার অর্থেই শক্তিশালী করতে হবে।
উপদেষ্টা আজ(সোমবার) সকালে ঢাকায় চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ এ সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড ইন ফ্লাড প্রিপেয়ার্ডনেসঃ দ্যা অফিসিয়াল লঞ্চ অফ দ্যা ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার’স (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের পরিবর্তিত বাস্তবতায় ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দেয়ার একটা উপায় হচ্ছে সতর্কবার্তা গুলো দেয়ার ক্ষেত্রে এক্সিলেন্স গড়ে তোলা।
উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, বাংলাদেশে জলবায়ু অভিগম্যতা, জলবায়ু পরিবর্তনের অভিযোজন সক্ষমতা বাড়াতে হলে ওয়েবসাইটের মাধ্যমে পূর্বে সঠিক তথ্য দেয়ার মত জাতীয় কাজগুলোকে আরো বেশি কার্যকর, আরও বেশী ব্যাপক, আরো বেশি বিস্তৃত করতে হবে। যেমন-নদী ভাঙ্গনের বিষয়গুলোকেও ওয়েবসাইটের মাধ্যমে পূর্বাভাস দেয়ার বিষয়টি নিয়ে আসার বিকল্প নেই।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, এখানে আপনারা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকেন, বন্যাতেও পূর্বাভাস দেয়া হয়। নদী ভাঙ্গনের ক্ষেত্রেও আমাদেরকে আগাম বার্তা দিতে হবে যাতে মানুষ সতর্ক হতে পারে। নদী ভাঙ্গনের ক্ষেত্রে আমাদেরকে আরো স্মার্টলি বলতে পারতে হবে। কোন কোন জায়গাতে এই মৌসুমে আমরা নদী ভাঙ্গনে পড়তেছি আমাদের জানতে হবে আগে থেকে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, কোন কোন নদীতে ভাঙ্গন বাড়তে পারে, এক্ষেত্রে নদী গবেষণা ইনস্টিটিউটকে কাজ করতে হবে। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের ইমারজেন্সি জরুরী কাজগুলো নিয়ে যারা ডিল করেন তাদের হাতে বর্ষা মৌসুমের আগেই একটা ম্যাপ থাকা উচিত যাতে তারা বলতে পারেন এই বছর কোন কোন স্থানগুলোতে নদী ভাঙ্গন হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, নদী ভাঙ্গন আসলে খুবই হৃদয়বিদারক, সব চলে যায় একটা মানুষের। এই বর্ষাতে যে স্থান গুলো আমাদের নদী ভাঙ্গন হতে পারে এরকম আগে থেকেই জানা থাকলে প্রোএকটিভ ওয়েতে কাজ করা সম্ভব।
উপদেষ্টা আরও বলেন, যুক্তরাজ্য আমাদেরকে খুব আগ্রহ দেখাচ্ছে যে তারা আমাদেরকে আবহাওয়ার ওপর সাইট স্পেসিফিক ডাটা সরবরাহ করবে, তারা আমাদের সাথে হয়তো একটা সমঝোতায় যাবে যাতে তাদের সাথে আমরা আমাদের আবহাওয়ার রিয়েল টাইম ডাটা বিনিময় করতে পারি।
রিজওয়ানা হাসান বলেন, ওয়েবসাইটে যে ডাটা দেওয়া হবে এটা যেন মাঠ পর্যায়ে যারা প্রশাসনে আছেন তারা যেন বুঝতে পারেন এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এই ওয়েবসাইটের ডাটা এক্সেস এর ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে দেয়ার কাজটি করতে হবে যাতে তারা আজকে উদ্বোধনকৃত এই ওয়েবসাইটের ডাটা গুলো সহজে বুঝতে পারে, কোন সংকেতের কি ব্যাখ্যা তারা জানতে পারে এবং সে অনুযায়ী জলবায়ুর ঝুঁকিতে থাকা স্থানীয় জনগণকে সচেতন করতে পারে।
এতে করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর আগে থেকেই জানতে পারবে তাদেরকে কখন নিরাপদ আশ্রয়ে যেতে হবে হবে।
উপদেষ্টা আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে আমাদেরকে আগে থেকে সতর্ক করা যাতে করে সরকার ও তার আগাম প্রস্তুতি গুলো সেরে নিতে পারে।
অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা রিজওয়ানা হাসান ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার’স (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট এন্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম এর ffwc.gov.bd নামের আপগ্রেডেড ওয়েবসাইট এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার’স (এফএফডব্লিউসি) আপগ্রেডেড ওয়েবসাইট(ffwc.gov.bd) ওয়েবসাইট এর উপর বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন রিজিওনাল ইন্ট্রিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেমস (রাইমস- বাংলাদেশ) এর কান্টি আইটি-লিড নাজমুল আহসান শাওন ও রাইমস এর আইটি এক্সপার্ট সজীব হাসান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হাবীবুর রহমান-সহ পানি সম্পদ মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।