জলবায়ু চুক্তি প্রত্যাহারের পথ খুঁজছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : দ্রুত বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের পথ খুঁজছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স অনলাইন। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় পরিসরে কার্বন নিঃসরণ হ্রাসে আন্তর্জাতিক সমর্থন তৈরির পক্ষে কাজ করবেন তিনি।

মরক্কোর মারাকেশে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা চলছে, যা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। বৃহৎ অর্থনীতির দেশ চীন থেকে শুরু করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মিলে প্রায় ২০০টি দেশ কার্বন নিঃসরণ কমানোর প্যারিস চুক্তি ২০১৫ অনুসমর্থন করেছে।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘গুজব’ বলে উল্লেখ করেন এবং প্রেসিডেন্ট হলে প্যারিস চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত আন্তর্জাতিক জ্বালানি ও জলবায়ু নীতিবিষয়ক ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আগামী চার বছরের জন্য চুক্তি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরো জানায়, ‘নির্বাচনের মুহূর্তে মঙ্গলবার প্যারিস চুক্তি কার্যকর হওয়া বেপরোয়া ঘটনা।’ উল্লেখ্য, ৪ নভেম্বর প্যারিস চুক্তি কার্যকর হওয়ার মতো যথেষ্ট সমর্থন তৈরি হয়।

বিকল্প উপায়ে জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ১৯৯২ সালের কনভেনশনের দিকে নজর দিতে পারেন ট্রাম্প। এই কনভেনশনের বর্তমান রূপ প্যারিস চুক্তি। উভয় চুক্তি থেকে এক বছরের মধ্যে নিজেদের প্রত্যাহারের জন্য উদ্যোগ নিতে পারেন তিনি। অথবা প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে প্যারিস চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র।

অনেক দেশ প্রত্যাশা করে, চুক্তিতে অটল থাকবে যুক্তরাষ্ট্র। মারাকেশে জলবায়ু আলোচনার আয়োজক মরক্কো বলেছে, আগামী অর্ধশতাব্দী জলবায়ু পরিবর্তন সহনশীল রাখার জন্য এই চুক্তি যথেষ্ট কার্যকরী।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী সালাহেদিন মেজৌয়ার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদি একটি দেশ নাম প্রত্যাহার করে নেয়, তাতে চুক্তি প্রশ্নবিদ্ধ হয় না।’

২০০টি দেশের অধিকাংশই চুক্তিতে সমর্থন দিয়েছে এবং ১০৯টি দেশ অনুস্বাক্ষর করেছে, যারা ৭৬ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী। এর মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে, যারা এককভাবে ১৮ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।