জলবায়ু নিয়ে ট্রাম্পের সঙ্গে গোরের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী আল গোর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে বৈঠক করেছেন।

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তিনি তার মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনকারী আল গোর বৈঠকের পর জানিয়েছেন, বৈঠকে এ ইস্যুতে একটি সমঝোতামূলক ভিত্তি খোঁজার চেষ্টা করা হয়েছে।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন এবং এ গুজব সৃষ্টির জন্য চীনকে দায়ী করেন। তবে ট্রাম্পের মেয়ে ইভানকা এ বিষয়কে তার কাজের ক্ষেত্র হিসেবে গ্রহণ করতে চাইছেন।

বাবার প্রশাসনে ইভানকা কী ধরনের ভূমিকা রাখবেন, তা অপরিষ্কার। তবে ট্রাম্প জানিয়েছেন, সন্তানরা তার বৈশ্বিক ব্যবসায়ী স্বার্থ রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। তবে ট্রাম্পের প্রাপ্তবয়স্ক তিন সন্তানই তার ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখছেন।

আল গোর জানান, দুজনের সঙ্গে বৈঠক হলেও বেশি সময় কথা হয়েছে ট্রাম্পের সঙ্গে। কথোপকথন আমার কাছে খুবই মজার লেগেছে এবং তা অব্যাহত থাকবে।

২০০১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর জলবায়ু পরিবর্তন সমস্যার মোকাবিলায় করণীয় নিয়ে কাজ করছেন আল গোর। ২০০৬ সালে ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ শীর্ষক প্রামাণ্যচিত্রে দেখা যায় তাকে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টিতে জোরালো ভূমিকা রাখে প্রামাণ্যচিত্রটি।

ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যুক্তদের মধ্যে ট্রাম্পের অন্যান্য উপদেষ্টার চেয়ে মেয়ে ইভানকাকে বেশি সরব মনে হচ্ছে। বাবার আকস্মিক জয়ের পর ইউ ইয়র্কবাসী তাদের অনলাইন পোস্টে এবং ম্যানহাটানে তার স্বামী জ্যারেড কুশনারের বাড়ির সামনে ‘প্রিয় ইভানকা’ লিখে তাকে অভিনন্দন জানায়।

জলবায়ু পরিবর্তন নিয়ে তার বাবার অবস্থান পাল্টাতে সাহায্য করতে অসংখ্য আবেদন এসেছে তার কাছে। এ বছর জাতিসংঘে পাস হওয়া প্যারিস জলবায়ু চুক্তি যেন তার বাবা প্রত্যাহার না করেন, সেজন্যও নিউ ইয়র্কের অনেকে তার সহযোগিতা চেয়েছেন।

এদিকে, জলবায়ু নিয়ে ট্রাম্পের আগ্রহের বিষয়টিকে এখনো স্বাগত জানাননি আন্দোলনকর্মীরা। কারণ তিনি কোথায় স্থির হবেন, তা আগে থেকে বলা যায় না।

গ্রিনপিসের মুখপাত্র ট্রাভিস নিকোলস এ বিষয়ে বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে আমরা দেখে আসছি ট্রাম্পের অস্বাভাবিক অবস্থানগুলো স্বাভাবিক করতে ইভানকা ট্রাম্পকে বারবার ব্যবহার করেছে ট্রাম্পের টিম। এটি ভাবার কোনো কারণ নেই যে, এটি তার অংশ নয়।’

অন্যদিকে, ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বেন কার্সন গৃহায়ণ ও নগর উন্নয়ন মন্ত্রী হবেন। নির্বাচনে দলীয় বাছাই পর্বে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন কার্সন। সরকারের দায়িত্ব পালন করার কোনো অভিজ্ঞতা নেই তার। কার্সনই ট্রাম্পের মন্ত্রিসভায় মনোনয়ন পাওয়া প্রথম আফ্রিকান-আমেরিকান।

১৫ ডিসেম্বর বক্তব্য দেওয়ার একটি তারিখ নির্ধারণ করেছেন ট্রাম্প। টুইটারে এ বিষয়ে তিনি বলেছেন, ব্যবসা ছেড়ে দেশ পরিচালানোয় পুরোপুরি আত্মনিয়োগের ঘোষণা দেবেন।