
নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন নিয়ে পানি সম্মেলনে সার্বিক বিষয়ে বিশ্বমণ্ডলে বাংলাদেশের দৃঢ় অবস্থান আবারও পূর্ণব্যক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে পানি সম্মেলন উপলক্ষে হাঙ্গেরিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরের অভিজ্ঞতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পৌঁছানোর পর বুধবার রাতে দেশে ফেরেন তিনি।