ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের চূড়ান্ত সূচি গত ২৩ অক্টোবর প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএলের চতুর্থ আসর। ঢাকার ভেন্যু হিসেবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নাম চূড়ান্ত করলেও চট্টগ্রামের ভেন্যুর নাম সেদিন সময়ে ঘোষণা করেনি বিসিবি।
জানা গেছে চট্টগ্রামের বিভাগীয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার অধীনে থাকা এমএ আজিজ স্টেডিয়ামের নাম উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সাগর পাড়ের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে বেছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
৭টি দলের অংশগ্রহণে বিপিএলের চতুর্থ আসরের খেলা মাঠে গড়াবে আগামী ৪ নভেম্বর। ফাইনাল ম্যাচ হবে ৯ ডিসেম্বর। ঢাকায় প্রথম পর্ব শেষ হবে ১৩ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে চট্টগ্রাম পর্ব, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। ঢাকায় শেষ পর্ব শুরু ২৫ নভেম্বর।
চট্টগ্রামে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। প্রথম ম্যাচের পর ঘরের মাঠে আরও ৩টি ম্যাচ খেলবে চিটাগং ভাইকিংস। ৩টি ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।
প্রসঙ্গত প্রথমবারের মতো বিপিএলের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। মোট ৪৬টি ম্যাচ বিপিএলের এবারের আসরে অনুষ্ঠিত হবে। গত দুই আসরের মতো এ আসরেও রয়েছে এলিমিনেটর রাউন্ড। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে দুপুরের ম্যাচগুলো ২টায় এবং সন্ধ্যার ম্যাচগুলো ৭টায় শুরু হবে। শুক্রবার দুপুরের ম্যাচ শুরু হবে ২টা ৩০ মিনিটে, সন্ধ্যার ম্যাচ হবে ৭টা ১৫ মিনিটে।