আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ছোট্ট একটি গোসলখানায় আবদ্ধ ছয়জন দমবন্ধ হয়ে মারা গেছে। ডাকাতরা সোমবার ওই বাড়িতে ডাকাতি শেষে এদেরকে গোসলখানায় আটকে রেখেছিল। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র আরগো ইউওনো জানিয়েছেন, সোমবার চার সশস্ত্র ব্যক্তি দরজা ভেঙ্গে ওই বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্য গৃহকর্মী ও গাড়ি চালকসহ ১১ জনকে দুই মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রশস্ত একটি গোসলখানায় আটকে রাখে। পরের দিন মঙ্গলবার প্রতিবেশীরা বাথরুম খোলার পর এদেরকে উদ্ধার করে। এসময় ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশুও রয়েছে। অপর পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও তাদের অবস্থা সংকটাপন্ন। এদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ছোটখাটো অপরাধ অহরহ ঘটে থাকে। তবে সহিংসতাসহ সশস্ত্র ডাকাতির ঘটনা খুব কমই ঘটে।