আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত ইসলামী চিন্তাবিদ জাকির নায়েকের বাবা আবদুল করিম নায়েক মারা গেছেন।
রোববার সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আবদুল করিম। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
আবদুল করিম নায়েক চিকিৎসক ও শিক্ষাবিদ ছিলেন।
জাকির নায়েকের এক সহযোগী বলেন, ‘রোববার ভোররাত সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাজগাঁওয়ে নিজ বাড়িতে মারা যান আবদুল করিম নায়েক। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাজগাঁওয়েই তাকে দাফন করা হবে।’
মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম নেওয়া আবদুল করিম নায়েক ১৯৯৪-৯৫ সালে মানসিক চিকিৎসকদের সংগঠন বোম্বে সাইকিয়াট্রিক সোসাইটির সভাপতি ছিলেন। শিক্ষাক্ষেত্রেও তার বড় অবদান রয়েছে।
গত জুলাইয়ে গুলশান হামলায় জড়িতরা তার প্রচারণায় উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগ মাথায় নিয়ে বর্তমানে নিজ দেশ ভারতের বাইরে অবস্থান করছেন জাকির নায়েক। বাবার মৃত্যুতেও তিনি দেশে ফিরতে পারেননি।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে জাকির নায়েকের সহযোগী বলেন, ‘বাবার জানাজায় অংশ নিতে পারেননি জাকির নায়েক। এটি খুবই স্বল্প সময়ের মধ্যে ঘটেছে, তাই তার পক্ষে সম্ভব হয়নি। খুব শিগগিরই তিনি এখানে উপস্থিত হয়ে বাবার প্রতি শ্রদ্ধা জানাবেন।’
জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনও ভারতের গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে রয়েছে এবং এটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া