
সিলেট প্রতিনিধি: জাগ্রত নারী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বধুবার (১৮ জানুয়ারী) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়ন ৩০০ শত অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা, নির্বাহী সম্পাদক, ক্রাইম পেট্রোল বিডি, প্রধান উপদেষ্টা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন আলহাজ্ব এম.এ.রাজ্জাক খান, তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার দেশের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে মানুষের চাহিদা বেশি পূরণ হয় বলেই মানুষ বার বার নৌকার বিজয় নিশ্চিত করে চলছেন। উন্নয়নের জোয়ারে দেশ এগিয়ে চলছে দ্রæত গতিতে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভাগীয় সভাপতি ডা. লায়েক আহমদ এর সভাপতিত্বে ও জাগ্রত নারী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠিতা রোটারিয়ান মোঃ ফখরুল ইসলাম শান্ত পরিচালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি মিসেস রেহানা খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান শাহরিয়ার কবির সেলিম।
আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ও বিভিন্ন উপজেলা /ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।