জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন নিউ ইয়র্কে ‘আকস্মিকভাবে’ মারা গেছেন। সোমবার কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৪ বছর বয়সি চারকিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘কর্মরত অবস্থায় রাশিয়ার একজন খ্যাতিমান কূটনীতিক মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা আন্তরিকভাবে পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।’ তবে চারকিনের মৃত্যুর কারণ সম্পর্কে এতে কিছুই জানানো হয়নি। নিজের ৬৫তম জন্মদিনে পা রাখার এক দিন আগেই মৃত্যু হলো এই রুশ কূটনীতিকের।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চারকিন।

রুশ বার্তা সংস্থা তাস ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে, চারকিনের মৃত্যুতে প্রেসিডেন্ট গভীরভাবে শোকাহত। তিনি চারকিনের পেশাদারিত্ব ও কূটনৈতিক মেধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

২০০৬ সালের ১ মে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন চারকিন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘অ্যাম্বাসেডর অ্যাট লার্জ’ ছিলেন।