
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফেরাতে তৎপর হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় অংশ নিতে রাজধানীর সামরিক জাদুঘরের সামনে অবস্থান নিয়ে তিনি এ কথা বলেন। এ সময়ে কেন্দ্রীয় ১৪ দল ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্ব ও বলিষ্ঠ ভূমিকায় জাতিসংঘ রোহিঙ্গাদের সম্মানজনকভাবে মিয়ানমারে ফিরাতে তৎপর হয়েছে। মিয়ানমার চাপে পড়েছে, সে কারণেই তাদের (মায়ানমারের) মন্ত্রী ঢাকায় এসে রোহিঙ্গাদের ফিরানোর কথা বলতে বাধ্য হয়েছেন।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী মায়ের মমতা, বোনের ভালোবাসা নিয়ে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে প্রশংসিত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে তিনি ৫ দফা দেওয়ায় আজ বিশ্ব নেতৃত্বও এগিয়ে এসেছে। শান্তি ও উন্নয়নের জন্য তিনি আজ মাদার অব হিউম্যানিটি খ্যাতি অর্জন করেছেন।
আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছেন। তিনি শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব নেতৃত্বের কাছে প্রশংসিত হয়েছেন, আমরা আশা করি এর প্রতিদানে জনগণ আগামীতে ভোট দিয়ে তাকে আবার ক্ষমতায় আনবে।