স্বাধীনতার ৫০ বছর ও মুজিব শতবর্ষে জাতিসংঘ সেবা পদক পেতে যাচ্ছে বাংলাদেশ।
নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় সোমবার (১৩ ডিসেম্বর) আজই এ পদক গ্রহণ করবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
অনুষ্ঠানটি হবে দুবাইয়ের মদিনাতুল জুমেরার এক রাজকীয় অডিটরিয়ামে।
নারীর ক্ষমতায়ন এবং জনকল্যাণমূলক কাজে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে বিশেষ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে ইউনাইটেড নেশনস সিভিল সার্ভিস। জাতিসংঘের এ পুরস্কার গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এ পুরস্কারকে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।
সোমবার স্থানীয় সময় রাত ৯টায় দুবাইয়ের মদিনাতুল জুমেরায় এক রাজকীয় হলরুমে জাতিসংঘের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুবাই ও আমিরাতের রাজপরিবারের সদস্য ছাড়াও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে এই পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের ভাবমূর্তি অনেকখানি উজ্জ্বল করবে বলে মত আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফরের।


