
নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। তারা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ শিরোনামে সোমবার নাঙ্গলকোট উপজেলার সকল পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য। ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন সৎ মানুষ, শিক্ষিত মানুষ ও জ্ঞানী মানুষের। সোনারবাংলা বিনির্মাণ সময়ের দাবি, বঙ্গবন্ধুর স্বপ্ন। শিক্ষকমণ্ডলী যারা আগামীর জন্য মানুষ সৃষ্টি করেন তাদের দায়িত্ব অনেক বেশী। একজন শিক্ষকই পারেন একজন সুন্দর ও জ্ঞানী মানুষ তৈরি করতে। মানুষ যদি জ্ঞানী না হয় এবং জ্ঞান সমৃদ্ধ না হয় তাহলে সমাজের কোনো কাজে আসতে পারে না। সমাজের ভাল কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সেটা করবে একজন শিক্ষক। সমাজে বিশৃঙ্খল পরিবেশ ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হলে সেটা রোধ করাও শিক্ষকদের দায়িত্ব। কেননা শিক্ষকরাই শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়, সঠিক পথের নির্দেশনা প্রদান করবে। মন্ত্রী বলেন, সত্য-অসত্য, দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নে করণীয় সকল বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দিবে একজন দায়িত্ববান শিক্ষক। সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজন আলোকিত মানুষ। আর সে আলোকিত মানুষ গড়ার মূল কারিগর হচ্ছেন শিক্ষক। পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। কিছু দাবি আছে, তা মানতে সময় প্রয়োজন। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই-বোন। আমাদের কোমলমতি ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী এবং সুশিক্ষায় শিক্ষিত। তাই আমাদের অনুরোধ তারা ঘরে ফিরে যাবে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন কালু, পৌরসভার মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ইমরান কবির চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব ইউসুফ প্রিন্সিপাল, উপজেলা মাধ্যমিক ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু ভুইয়া এবং অধ্যক্ষ সাদেক।