জাতীয়তাবাদী পেশাজীবীরা খালেদা জিয়ার অতন্দ্র প্রহরী: ডা. মাজহার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। জাতীয়তাবাদী পেশাজীবীরা খালেদা জিয়ার অতন্দ্র প্রহরী। খালেদা জিয়া যতদিন বন্দি ছিলেন এ দেশে গণতন্ত্র ততদিন বন্দি ছিল। ১৬ বছরের ত্যাগ তিতিক্ষা বাদ দিয়ে দ্বিতীয় স্বাধীনতার ইতিহাস লেখা যাবে না।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার শহরের একটি কমপ্লেক্সে আয়েজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদের জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম।

পরিষদের গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সাংবাদিক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অ্যাবের সদস্য সচিব প্রফেসর ড. জি. কে. এম মোস্তাফিজুর রহমান, জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এবি এম রুহুল আমীন আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, প্রফেসর ড. আবু আশরাফ খান, ইঞ্জিনিয়ার মো. হারুন আল রশিদ, ইপসার উপ-রেজিস্টার আব্দুল্লাহ মৃধা, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপ-রেজিষ্ট্রার মো. জহুরুল হক, ভিপি জয়নাল আবদীন তালুকদার, আক্তারুজ্জামান, সাংবাদিক রেজাউল বারী বাবুল প্রমুখ।