জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে সভা অনুষ্ঠিত

কামাল খান: সিলেট-৬ আসনে গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়নে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলা জাসাসের সহ-সভাপতি স্পেন প্রবাসী শুক্কুর আলীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

১১নং ইউনিয়ন কৃষকদলের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজ মারজানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ সভাপতি শুক্কুর আলী, ফ্রান্স বিএনপি নেতা বিলাতুর রাজা, আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ল’ কলেজ ছাত্রদলের সহ সভাপতি রায়হান, সিনিয়র সাংবাদিক কামাল খান, সাংবাদিক মনসুর আহমদ সাপলু।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা রুহেল আহমদ তালুকদার। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদল ছাত্রদল বিএনপির অন্য সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
শুক্কুর আলী তার বক্তব্যে বলেন, স্পেন প্রবাসী হিসেবে আমি দেশের জন্য দায়িত্ববোধ অনুভব করি। আমাদের এই ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পাশে দাঁড়িয়ে একসাথে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, আমাদের আসনকে শক্তিশালী ও বিজয়ী করতে যুবসমাজ, কৃষক সমাজ এবং সকল নাগরিককে একত্রিত করতে হবে। আমরা সকলকে স্বচ্ছ ও দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানাই।

ফ্রান্স বিএনপি নেতা বিলাতুর রাজা বলেন, আমাদের আসনের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা সকল দিক থেকে কাজ করে যাব। আমাদের দলের নেতা ও কর্মীরা যেন একমত এবং একত্রিতভাবে কাজ করে, তা আমরা নিশ্চিত করব। আমাদের লক্ষ্য শুধু নির্বাচনী জয় নয়, আমাদের সমাজ ও এলাকার উন্নয়ন।

সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আমাদের এলাকায় রাস্তাঘাটের তেমন কোন কাজ হয়নি। এখানে বৈষম্যের পরিবেশ বিরাজ করছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, কলকারখানা নেই, মানুষ জনদূর্ভোগে বসবাস করছে। আমাদের এই ধানকে বিজয় করানো প্রয়োজন। আমাদের লক্ষ্য এই ইউনিয়নে ন্যায্য উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানুষের জীবনের মান উন্নয়ন করা। আমরা দৃঢ়সংকল্প, এই আন্দোলন ও প্রচারণার মাধ্যমে জনগণকে সচেতন করে আমাদের লক্ষ্য বাস্তবায়ন করব। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা ধানের শীষ প্রতীকের বিজয়ী করার জন্য একমতবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।