আসাদুজ্জামান বিকাশ : সংস্কার করবে নির্বাচিত সরকার, তার জন্য আইন পাস করতে হবে পার্লামেন্ট লাগবে। বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। সংস্কারের কথা বলে নির্বাচনের সময় পেছানোর ষড়যন্ত্র এটা মেনে নেবেনা এদেশের মানুষ। সংস্কার প্রস্তাবনাতো ওনারাও দিয়েছেন কই সেখানেতো আমরা কোন কথা বলিনি। তবে আমাদের দেয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে তারা কেন কথা বলেন। মহান মুক্তিযুদ্ধের কথা বাদ দেয়া যাবেনা। আমি একজন মুক্তিযোদ্ধা। এই দেশ স্বাধীন হয়েছে একবার ১৯৭১ সালে আর হায়না মুক্ত হয়েছে বার বার। শেখ হাসিনা ছিলে হায়না ও ফ্যাসিস।
এসময় তিনি আরো বলেন, শহীদ আবু সাঈদের বুকের রক্তের উপর দাড়িয়ে এখন আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছি। আমরা যখন স্বাধীনতা যুদ্ধে গিয়েছি তখন আপনারা দেশ বিরোধী অবস্থান নিয়েছেন। সেই সময়ের জন্য এখনো তারা দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। তারাই আবার আমাদের নিয়ে কথা বলে সংস্কার নিয়ে কথা বলে। এদেশের মঙ্গলের জন্য যা কিছু নতুন সেটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান আর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দিয়েছেন।
তিনি আরো বলেন, সম্প্রতি ভারতের একটি পত্রিকায় শেখ হাসিনার বক্তব্য দিয়েছেন, তাকে নাকি সৃষ্টি কর্তা জীবিত রেখেছেন এই দেশে ফিরিয়ে আনার জন্য। হাজার হাজার মানুষ খুন করে দেশের মাটিতে আবার আসতে চায় সে। আসুন তবে সেটি রাজনীতি করার জন্য নয় ফাঁসির দড়িতে ঝোলার জন্য।
পাশবর্তী দেশ ভারতে উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশি দেশ হিসাবে আপনি যে মোড়ল গিরি দেখাচ্ছে সেটি ঠিক না। অন্যাকারীকে আপনার দেশে আশ্রয় পশ্রয় দিবেন। আমাদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করবে তা হলে আপনাদের সাথে আসাদের সম্পর্ক ভালো থাকবেনা। তিস্তার পানি চুক্তি করে সেটি বাস্তবায়ন হয়নি। তবে এবার আমরা তিস্তার পানির ন্যায় সঙ্গত হিস্যা আদায় করেই নিবো।
নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাজ জাতীয় নির্বাচন করা। স্থানীয় সরকার নির্বাচন করবে নির্বাচিত সরকার। এটি আপনাদের কাজ নয়। তাই সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচনের সময় নিয়ে ষড়যন্ত্র মেনে নেবেনা বিএনপি।
সবশেষে আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের তৃণমূলের নেতাকর্মীদের সকল শেনীপেশার মানুষ ও ভোটারদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য দলের নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে পাবনায় মহাসমাবেশ করেছে জেলা বিএনপি।
সমাবেশ উপলক্ষে ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমবেত হন সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে। দীর্ঘ দিন পরে বিশাল এই সমাবেশে যোগ দিতে পেরে উল্লাস প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা সেলিম রেজা হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিদ্দিকুর রহমান সিদ্দিক সাবেক সদস্য সচিব পাবনা জেলা বিএনপি,
জেলার ৯টি উপজেলাসহ জেলা সদরের ১০টি ইউনিয়ন ১৫টি ওয়ার্ড থেকে দলের নেতাকর্মীরা যোগদান করেন মহাসমাবেশে।
সমাবেশে জেলা বিএনপির নেতাকর্মী সহ অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন , যুবদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, মহিলা জাতীয়তাবাদী দলের নারী নেতাকর্মী স্ব-স্ব সংগঠনের ব্যানার ফেসটুন প্লেকার্ড নিয়ে মিছিল করে আসেন সমাবেশ স্থলে।
কেন্দ্রীয় কর্সূচির অংশ হিসাবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন পরবর্তী দীর্ঘ ১৬ বছর পরে উন্মুক্ত পরিসরে এই সমাবেশ করছে জেলা বিএনপি। পালিয়ে যাওয়া ফ্যাসিস হাসিনা সরকারের শাসন সময়ে সমাবেশ করতে পারিনি। তাই দীর্ঘ বছর পরে এই মহাসমাবেশ করতে পেরে প্রতিটি স্থান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে লাক্ষ নেতাকর্মী যোগদান করেন এই সমাবেশে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় পর্বে
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা।