জাতীয় পার্টি নেতা আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং হেঁটে কিছু দুর্বৃত্তকারী সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাংচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। এসময় আনিসুল ইসলাম মাহমুদ বা তাঁর পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। এক পর্যায়ে হামলাকারীরা আগুন ধরিয়ে দিলে পুড়ে যায় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকার।

হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে বিভিন্ন মেয়াদে তিনি পররাষ্ট্র, শিক্ষা, ও পানি সম্পদ মন্ত্রণালয়য়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।