জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক প্রকাশ

সচিবালয় প্রতিবেদক : বিশিষ্ট লেখক, গবেষক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার এক শোক বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, মুস্তাফা নূরউল ইসলাম তার গবেষণা ও কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তিনি একুশে পদকসহ বিভিন্ন জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।

শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, মুস্তাফা নূরউল ইসলাম গত রাতে ঢাকায় মৃত্যুবরণ করেন।

অধ্যাপক নূরউল ইসলাম সুন্দরম সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। সাহিত্য ও শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। এ ছাড়া তিনি একুশে পদকও লাভ করেন।