জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা

দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা কন্নড় সিনেমা দিয়ে অভিনয়ে আসলেও পুরো ভারত জুড়ে রয়েছে তাঁর খ্যাতি। আমরা দেখেছি এর আগে এক জন আর এক জনের ক্রাশ হয় কিন্তু গুগল টিম তাকে জাতীয় ক্রাশ বলে ঘোষনা করেছে। একজন মানুষ কিভাবে দেশের ক্রাশ হতে পারে সেটি নিয়ে রয়েছে নানান মতবাদ।

এছাড়া আরো জানা যায়, এ বিষটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এখন উঠে পড়ে লেগেছেন তাঁর ভক্তরা। অনলাইন দুনিয়ায় রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন ভক্তরা।

বিষয়টাকে রাশমিকা কী চোখে দেখেন? এর উত্তরে নায়িকা বলেন, আমি আসলে জানি না কোথা এর শুরু। আমার জানা মতে প্রথম দিকে আমাকে কর্ণাটক ক্রাশ বলত আর সেখান থেকেই এখন জাতীয় ক্রাশ। আসলে এটা দিয়ে তারা কি বোঝায় সেটি আমি জানি না। মুখে এর রাশ হাসি নিয়ে এর উত্তর দিয়েছেন রাশমিকা।

সাধারণত দক্ষিণ ভারতীয় তারকাদের বেশির ভাগই তামিল ও তেলেগু ছবি দিয়ে জনপ্রিয়। কিন্তু রাশমিকার শুরু কন্নড় সিনেমা দিয়ে। তারপর তেলেগু ও তামিল সিনেমার মাধ্যমেও তুমুল জনপ্রিয়তা পান তিনি।

মালায়লাম ইন্ডাস্ট্রিতে ঢোকা হয়নি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে ইন্ডাস্ট্রিতেই কাজ করব, সেই ইন্ডাস্ট্রির ভাষা রপ্ত করাটা খুব জরুরি।।

রাশমিকা মান্দানাকে এখন অনেকে আর রাশমিকা বলেও চেনেন না। ভক্তরা চেনেন চরিত্রের নামে। ২০১৬ থেকে ২০২১, পাঁচ বছরে ছবির সংখ্যা দ্বিগুণের বেশি। কিরিক পার্টির সানভি, গীতা গোবিন্দম-এর গীতা আর ডিয়ার কমরেড-এর লিলিকেই তো বেশি চেনেন মানুষ।

যদিও কন্নড়, তামিল আর তেলেগু ভাষার ছবি, কিন্তু হিন্দি ডাবিংয়ের দৌলতে আর ইউটিউবের কল্যাণে বলিউড দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়। আর এখন তো সরাসরিই বলিউডে ঝুঁকছেন কর্ণাটকের এই অভিনেত্রী। বলিউডে তাঁর অভিষেক ছবি মিশন মজনু। বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে গুডবাই ছবিতে তাঁর সহশিল্পী অমিতাভ বচ্চন।