জাতীয় ক্রীড়া পুরষ্কার পেল কুষ্টিয়ার কৃতি সন্তান রবিউল ইসলাম ফটিক

আল-আমীন,॥ জাতীয় ক্রীড়া পুরষ্কার পেল কুষ্টিয়ার কৃতি সন্তান রবিউল ইসলাম ফটিক। মাননীয় প্রধান মন্ত্রীর নিকট থেকে তিনি এই পুরষ্কার গ্রহন করেন। ২০১১ সালের জন্য শরীর গঠন বিষয়ে তিনি এই পুরষ্কারে মনোনিত হয়েছিলেন। গত ৪ই সেপ্টেম্বর ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে তাকে একটি স্বর্ণপদক, নগদ ২৫ হাজার টাকা ও সনদপত্র হাতে তুলে দেন মাননীয় প্রধান মন্ত্রী। রবিউল ইসলাম ফটিক কুষ্টিয়া গর্ব ও দেশের অমুল্য সম্পদ। তিনি একজন সেরা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষককের দায়িত্ব পালন করে চলেছেন। বাংলাদেশ আনসার বাহিনীর শরীর গঠন বিষয়ে তিনি দীর্ঘ দিন প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ও শরীর গঠন ফেডারেশনের নির্বাহী সদস্য হিসাবে ও জাতীয় কোচার হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি উক্ত বিষয়ে ১০৪টি জাতীয় পুরষ্কার ও ৪টি আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন। সাফগেমসে ১৯৮৪সালে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ১৯৭৭ ও ১৯৮৮ সালে মিষ্টার এশিয়া খেতাবে ভূষিত হন। তার ২ পুত্র, ১ কন্যা, স্ত্রী, মা সহ তার ভাই বোন রয়েছে। তার ভাই ও বোনেরাও ক্রীড়ায়াঙ্গনে অবদান রেখে চলেছে। তার এ পদক প্রাপ্তিতে তিনি এই পুরষ্কারটি জেলা বাসীর জন্য উৎসর্গ করেছেন। তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।