জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষ থেকে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার রাজধানীর বকশীবাজারে কারা স্মৃতি জাদুঘরে চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।

শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমেদ, প্রাক্তন সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. হারিসুল হক, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. এ কে এম সালেক, প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরু, কর্মকর্তা মো. আমিনুল ইসলাম পলাশ প্রমুখ।

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য কারা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এছাড়া উপাচার্য সেখানে জাতীয় চার নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন।