জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে ইফতার ও দোআ মাহফিল

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি: “শেখ হাসিনা সরকারের আমলে দেশের যেসব উন্নয়ন হয় অন্য কোন সরকার তা করতে পারে না। তাই দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকার বার বার দরকার। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ও শেখ হাসিনা সরকার কে ক্ষমতায় নিয়ে আসবো” বললেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী ।

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

১৪জুন বুধবার সন্ধায় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার ইফতার ও দোআ মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আ: হাকিম সরকার, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সহ:সভাপতি লায়ন এম এ রহিম, যুগ্মসম্পাদক চন্দন কুমার চংদান, অর্থ সম্পাদক আলউদ্দীন সরকার, ইনছান আলী, আলমগীর হোসেনসহ কেন্দ্রীয় কমিটির আরো অনেকে।