জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষা ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে যে সব শিক্ষার্থী চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি হয়েছে তাদের ২০১৭ সালের চতুর্থ বর্ষ অনার্স চূড়ান্ত পরীক্ষা এ বছরের ডিসেম্বর মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সব শিক্ষার্থী কোনো প্রকার সেশনজট ছাড়াই তাদের অনার্স কোর্স শেষ করবে। পরীক্ষা গ্রহণের যাবতীয় পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষা যথাসময়ে গ্রহণে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।