জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর বিতীয় মেয়াদে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ দ্বিতীয় মেয়াদে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বুধবার তাকে দ্বিতীয় মেয়াদে আরো ৪ বছরের জন্য উপাচার্য পদে নিয়োগদান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।